পুলিশের বিরুদ্ধে নালিশ ঠুকে এসপিকে অভিযোগ বিজেপির

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার পুলিশের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানিয়ে এলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। সন্দেশখালি (Sandesh Khali) কান্ডের প্রতিবাদ জানাতে গিয়ে গত বুধবার টাকিতে অসুস্থ হয়ে পড়েন বিজিপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  পুলিশের সঙ্গে ধ্বস্তাধবস্তির সময় এই ঘটনা ঘটে বলে বিজিপি’র দাবি। তার প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে এসপি অফিসে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি’র বহরমপুর  সাংগঠনিক জেলার যুব মোর্চা। সেই কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পরেন দলের বহরমপুর জেলা সভাপতি শাখারভ সরকার। যদিও দলের অভিযোগ পুলিশের লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়েন জেলা সভাপতি।  যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়।

দলের জেলা সম্পাদক মলয় মহাজন বলেন, ” সংবাদমাধ্যমে পুলিশ সুপার দাবি করেছেন বিজেপি সভাপতি নিজে নিজেই পরে গিয়ে অসুস্থ হয়েছিলেন।  পুলিশ সুপার পক্ষপাত দুষ্ট দাবি করেছেন। আমরা তাঁর সেই দাবির তীব্র বিরোধীতা  করছি। আর তা লিখিত আকারে এসপিকে জমা দিতেই আজকের ডেপুটেশন কর্মসূচি ছিল।” তিনি আরও বলেন, “এসপি’র দাবি তাঁর কাছে ঘটনার ভিডিও ফুটেজ আছে। তাঁকে আমরাও পাল্টা বলি উনি দেখতে চাইলে আমরাও ভিডিও ফুটেজ দেখাতে পারি যেখানে স্পষ্ট দলের সভাপতিকে মারছে পুলিশ।”