Bird watching and awareness programme প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া পাখি বাঁচাতে সচেতনতার পাঠ

Published By: Imagine Desk | Published On:

Bird watching and awareness programme  পাখিরা হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতির পাখি। এই ধারা অব্যাহত থাকলে হয়তো একদিন রকমারি পাখির কিচির মিচির ডাক শোনা যাবে না, পাখির ডাকে আর ঘুম ভাঙবে না আমাদের।

Bird watching and awareness– পরিবেশ থেকে অনেক পাখিই আজ হারিয়েছে। কেন হারিয়ে গেল সেই পাখি? ফিরিয়ে আনার পদ্ধতিই বা কী? কেন কমে গেল বাবু পাখি, চড়ুই পাখি? হারিয়ে যেতে চলা সেই বাবুই থেকে চড়ুই পাখি কীভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়েই ছাত্র ছাত্রীদের সচেতন করতে রঘুনাথগঞ্জের স্কুলে বিশেষ ক্লাস সর্বশিক্ষা মিশনের। আমাদের চারিপাশে উড়ে বেড়ায় নানান ধরনের পাখি। তবে আজ মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে অধিকাংশ প্রজাতি অবলুপ্তির পথে। আজ আর আকাশে দানা মেলে উড়তে দেখা যায় না তাদের। তাদের আবার কীভাবে ফিরিয়ে আনা যায়, পরিবেশ কীভাবে তৈরি করতে হবে সব নিয়েই ছাত্র ছাত্রীদের পাঠ দেওয়া হল বিশেষ ক্লাস থেকে।

Bird watching and awareness programme শুধু আমাদের আশেপাশে থাকা পাখিই নয় তার সাথে পরিযায়ী পাখিদেরও কীভাবে সংরক্ষণ করতে হবে তা নিয়েও সচেতন করা হল ছাত্র ছাত্রীদের।

Bird watching and awareness programme রঘুনাথগঞ্জের জোতকমল স্কুলে এই বিশেষ ক্লাসে উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের এডিপিও সোমনাথ বিশ্বাস, রঘুনাথগঞ্জ -২ পূর্ব চক্রের অবর স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস, জোতকমল হাইস্কুলে প্রধান শিক্ষক শীবশঙ্কর সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অবর বিদ্যালয় পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস এই আয়োজন নিয়ে বলেন, ” আমরাই পারি পাখিদের ফিরিয়ে আনতে। পাঠ্যসুচির বাইরে গিয়ে একটি অনুষ্ঠান যেখানে পদ্ধতি নিয়ে আলোচনা হবে। পাখিদের নিয়ে ভাবনা গড়ে উঠুক ছোটদের মনে। তৈরি হোক জন সচেতনতা। ” জোতকমল হাইস্কুলের প্রধান শিক্ষিক শীবশঙ্কর সাহা বলেন, ‘ প্রত্যন্ত এলাকার ছেলেমেয়াদের মধ্যে সচেতনতার পাঠ দিতেই এই কর্মসূচী। ‘

Bird watching and awareness programme একদিকে পরিবেশ রক্ষার বার্তা অন্যদিকে পাখিদের স্বাধীনভাবে পরিবেশে বাঁচতে দেওয়ার বার্তা দিলেন আধিকারিকেরা। এদিন পাখিদের রক্ষার শপথ নিলেন ছাত্র ছাত্রীরা। গাছ গাছালি সবুজ বন, খাল, বিল হচ্ছে পাখিদের আবাসস্থল। খোলা আকাশে উড়ে বেড়ানোর দৃশ্যে মানুষের চোখ জুড়ায়। আর পাখির সুমধুর ডাক মানুষের মনের খোরাক জোগায়। প্রকৃতি, পরিবেশ, বন তৈরি ও সম্প্রসারণে পাখির ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞদের মতে-প্রকৃতি, পরিবেশ ও বনের জন্য পাখি অপরিহার্য। পাখির সংখ্যা যেখানে কম, সেখানে প্রকৃতি মৃতপ্রায়। তাই পাখিদের বাঁচাতে এগিয়ে আসতে হবে আমাদেরই।