Bhagabangola Flood পদ্মার জল নিয়ে চিন্তা ভগবানগোলাতেও

Published By: Imagine Desk | Published On:

Bhagabangola Flood প্লাবিত চাষের জমি , ভগবানগোলায় বাড়ছে পদ্মার জলস্তর। চিন্তায় ভগবানগোলার কৃষকরা। বেশ কয়েক ধরে  ক্রমেই বাড়ছে ভগবানগোলায় পদ্মার জলস্তর। ফারাক্কা থেকে জল ছাড়ায় সেই জল আরও বেড়েছে। এর জেরে ভারত India -বাংলাদেশ Bangladesh  সীমান্তবর্তী ভগবানগোলা-১ ও ভগবানগোলা-২ ব্লকের চর এলাকা ও কিছু নীচু যায়গায় জমিতে জল ঢুকেছে।

বুধবার ভগবানগোলা-২ ব্লকের আখরিগঞ্জ পঞ্চায়েতের নির্মল চরভগবানগোলা-১ ব্লকের হনুমন্তনগর পঞ্চায়েতের টিকলি চর সহ বেশ কিছু এলাকায় পরিদর্শন করেন ভগবানগোলার  বিধায়ক রেয়াত হোসেন সরকার , ভগবানগোলার  বিডিও সহ জনপ্রতিনিধিরা। তবে পদ্মার জলে চাষের ক্ষতি হলেও এখনও বাড়ি ঘরে জল ঢোকেনি। তবে যেভাবে জলস্তর বাড়ছে তাতে নিঃসন্দেহে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এলাকায়।