এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bhagabangola Flood পদ্মার জল নিয়ে চিন্তা ভগবানগোলাতেও

Published on: September 26, 2024
Bhagabangola Flood

Bhagabangola Flood প্লাবিত চাষের জমি , ভগবানগোলায় বাড়ছে পদ্মার জলস্তর। চিন্তায় ভগবানগোলার কৃষকরা। বেশ কয়েক ধরে  ক্রমেই বাড়ছে ভগবানগোলায় পদ্মার জলস্তর। ফারাক্কা থেকে জল ছাড়ায় সেই জল আরও বেড়েছে। এর জেরে ভারত India -বাংলাদেশ Bangladesh  সীমান্তবর্তী ভগবানগোলা-১ ও ভগবানগোলা-২ ব্লকের চর এলাকা ও কিছু নীচু যায়গায় জমিতে জল ঢুকেছে।

বুধবার ভগবানগোলা-২ ব্লকের আখরিগঞ্জ পঞ্চায়েতের নির্মল চরভগবানগোলা-১ ব্লকের হনুমন্তনগর পঞ্চায়েতের টিকলি চর সহ বেশ কিছু এলাকায় পরিদর্শন করেন ভগবানগোলার  বিধায়ক রেয়াত হোসেন সরকার , ভগবানগোলার  বিডিও সহ জনপ্রতিনিধিরা। তবে পদ্মার জলে চাষের ক্ষতি হলেও এখনও বাড়ি ঘরে জল ঢোকেনি। তবে যেভাবে জলস্তর বাড়ছে তাতে নিঃসন্দেহে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এলাকায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now