Bhagwangola News ভগবানগোলায় শ্যুটআউট ও খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ভগবানগোলা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখ। গত ১৬ই আগস্ট সকালে ভগবানগোলার রমনাপাড়া এলাকায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় বাবর আলী নাকে এক ব্যক্তিকে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোলাম সেখ সহ মোট ৯ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেন বাবর আলীর পরিবার।
পুলিশ আগেই ৭ জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে লালগোলার পন্ডিতপুর থেকে গ্রেপ্তার করা হয় গোলাম সেখকে। বৃহস্পতিবার ধৃতকে ১০ দিনের পুলিশি রিমান্ড চেয়ে লালবাগ কোর্টে পাঠান হয়। পুলিশের দাবি অভিযুক্ত বিভিন্ন যায়গায় পালিয়ে বেড়াচ্ছিল।
ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই জানান, “কিছু দিন গুলি করে যে মার্ডার করা হয়। সেখানে মোট ৩ রাউন্ড গুলি চালান হয়েছিল। তারমধ্যে ১টি গুলি মাথায় লেগে বেড়িয়ে যায়। এই ঘটনার পর মোট ৭ জন গ্রেফতার হয়। এবং মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।”