মধ্যবঙ্গ নিউজঃ ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP) । প্রার্থী হচ্ছেন ভাস্কর সরকার । ৭ই মে লোকসভা ভোটের ( Loksabha Election) সাথে একই দিনই হবে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন । এখনও পর্যন্ত উপনির্বাচনে কোন দলই তাদের প্রার্থী ঘোষণা করেনি । তবে বিজেপিই প্রথম তাদের প্রার্থী ঘোষনা করল ।
আরও পড়ুনঃ Loksabha Election: মুর্শিদাবাদ ছেড়ে প্রার্থী দিল কংগ্রেস
গত ১৬ই ফেব্রুয়ারি ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলীর ( Idrish Ali) মৃত্যুতে এই আসন খালি হয় । কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট ঘোষনার দিনই এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে । ৭ই মে হবে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন ইদ্রিশ আলী, বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন সিপিএমের কামাল হোসেন ।
আরও পড়ুনঃ Berhampore Loksabha: পথে প্রচারে নির্মল, রাস্তায় কংগ্রেসও। প্রার্থীর অপেক্ষায় তৃণমূল
তবে এবারে এখনও কোন দলই প্রার্থী ঘোষণা না করলেও বিজেপি তাদের প্রার্থী ঘোষনা করে দিল । বছর ২৯ এর ভাস্কর সরকার ভগবানগোলা ৫ এর মণ্ডল সভাপতি। টেলিকম সংস্থার কর্মীর যুবকেই ভগবানগোলার ময়দানে নামাল বিজেপি।