Berhampore Vote কখনও বললেন, বিজেপির ডামি। কখনও বললেন, ভোট দিয়ে দেবেন বিজেপিকে। চাঁছাছোলা ভাষায় বহরমপুরে অধীর চৌধুরীকে নিশানা করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
এদিন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। রোড শো শেষে অভিষেক বলেন, কেন্দ্রীয় সরকার যখন বাঙলার মানুষকে ভাতে মারতে চেয়েছে, ১০০ দিনের টাকা বন্ধ করেছে। কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী সেই সময় রাস্তায় নেমে আন্দোলন করেন নি।
অভিষেকের দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রেখেচে। এরপ্রতিবাদ করেন নি সিপিএম, কংগ্রেস নেতারা। বরং তৃণমূলকে আক্রমণ করে বিজেপির হাত শক্ত করেছে। ২০০৪ থেকে ২০১৪ কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায়। অধীর বহরমপুরে কোন বুথে কটা উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে ? প্রশ্ন করেছেন অভিষেক।
অভিষেক বলেছেন, তৃণমূল জোট রাজ্যে ইন্ডিয়া জোটা চেয়েছিল। আমরা চেয়েছিলেন এখানেও ইন্ডিয়া জোট। অধীর প্রতিনিয়ত মমতা আক্রমণ করেছেন। তাই হয় নি জোট। বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার এক মাত্র কারণ, অধীর চৌধুরী।
অভিষেক দাবি করেছেন , অধীর চৌধুরীর সারদায় নাম রয়েছে তাও সিবিআই ডেকে পাঠায় না । অভিষেকে বলেছেন, অধীর চৌধুরী ৬ মাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছি, অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়ালে সবার আগে ভোট তিনি দেবেন । শোনান অডিও। অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে ভোটে দাঁড়িয়েছে।
অধীর নিজেই বিজেপিকে ভোট দিলে আপনারা কেন কংগ্রেসকে ভোট দেবেন ?বহরমপুরে অভিষেক বলেছেন, একটা বিজেপির প্রার্থী নির্মল বাবু। একটা বিজেপির ডামি প্রার্থী অধীর চৌধুরী। অধীর ভোট দেবেন বিজেপিকে। লড়াই তৃণমূলের সাথে বিজেপির।