Berhampore Result: বহরমপুর লোকসভায় কোন বিধানসভায় এগিয়ে কে?

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Result:  বহরমপুর লোকসভা কেন্দ্রে হাতছাড়া  হয়েছে কংগ্রেসের। পাঁচ বারের সাংসদ  অধীর রঞ্জন  চৌধুরীকে Adhir Ranjan Chowdhury  হারিয়ে  এখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান Yusuf Pathan  । কোন অঙ্কে বাজিমাত ইউসুফের ?  কোথায় পিছিয়ে অধীর চৌধুরী ? চলছে খোঁজখবরও।  এই কেন্দ্র থেকে লড়েছেন  বিজেপির ডাঃ নির্মল সাহা।

সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র  বহরমপুর বিধানসভা  এলাকায় ভোটের নিরিখে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। অন্যদিকে বড়ঞা Burwan  বিধানসভায় এগিয়ে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা। বাকি ৫টি বিধানসভা এলাকাতেই তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে। তবে পোস্টাল ব্যালটে বহরমপুর কেন্দ্রে  বিজেপি প্রার্থীই এগিয়ে রয়েছেন।

বড়ঞা বিধানসভায় তিন প্রার্থীর মধ্যে সব থেকে  বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী ডাঃ  নির্মল সাহা। বড়ঞায়  প্রাপ্ত ভোট ৬৩৪৭৬। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান । তিনি  পেয়েছেন ৬২৯১৮ ভোট। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পেয়েছেন ৩৯০৬৪ ভোট।

 

Berhampore Result: কান্দি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রথম স্থানে রয়েছে। ইউসুফ পাঠান এখানে ভোট পেয়েছেন ৭২৫৪১। ৫৯৫৪১ ভোট পেয়ে এখানে দ্বিতীয় স্থানে অধীর চৌধুরী। তৃতীয় স্থানে ৪৯৫০৪ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। হুমায়ুন কবিরের গড় ভরতপুরের অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী। এখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন ৭৮,২৪০। এখানে কংগ্রেস ভোট   পেয়েছে ৫৯,৫১০ ভোট। বিজেপি এখানে ৩৯,৩৭৪ ভোট পেয়েছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বিজেপির থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী। ইউসুফ পাঠান এখানে ভোট পেয়েছেন ৯৬,৮৩৮ ভোট।  অধীর চৌধুরী ভোট পেয়েছেন  ৫৪,৭০৬ এবং বিজেপির নির্মল সাহা এখানে ভোট পেয়েছেন ৫০,৪২৫ ভোট।

 

বেলডাঙা বিধানসভা এলাকাতেও এগিয়ে তৃণমূল প্রার্থী। এখানে তৃণমূল ভোট পেয়েছে ৭৭১২২ ভোট। কংগ্রেস এখানে ভোট পেয়েছে ৭২৬৬৭ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৫০০৬০ ভোট। বহরমপুর বিধানসভায়  কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সর্বাধিক ভোট পেয়েছেন। কংগ্রেস এই কেন্দ্রে ভোট পেয়েছে ৮৩,৪০১ ভোট। দ্বিতীয়  স্থানে এখানে উঠে এসেছে বিজেপি। বিজেপি এখানে ভোট পেয়েছে  ৭৬,৪৭৪ ভোট। তৃণমূল প্রার্থী  এখানে ৪৬,৯৯৪ ভোট পেয়েছেন।

 

Berhampore Result: নওদা বিধানসভা এলাকাতেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী   ইউসুফ পাঠান। এখানে তৃণমূল ভোট পেয়েছে ৮৮,০৫১ ভোট। এখানে কংগ্রেস ভোট পেয়েছে ৬৮,৩১১ ভোট। বিজেপি এখানে ভোট পেয়েছে ৪০,৫৪৩ ভোট। তবে পোস্টাল ব্যালটের ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা। বিজেপি পোস্টাল ব্যালটে ভোট পেয়েছে ১৫১৫ ভোট। কংগ্রেস পেয়েছে ১৩২৩ ভোট এবং তৃণমূল ভোট পেয়েছে ৮৮৬ ভোট। শুধু মাত্র বহরমপুর বিধানসভা আসনে লিড পেয়ে লোকসভায়  পরাজিত হলেন ৫ বারের সাংসদ অধীর চৌধুরী। ৮৫০২২ ভোটে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান অধীরকে আউট  করলেন।