এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News: হারিয়ে যাওয়া লোকগান ফেরাতে উদ্যোগী পৌরসভা : Berhampore Municipality News

Published on: July 26, 2022

পবিত্র ত্রিবেদীঃ মুর্শিদাবাদ জেলার হারিয়ে-যাওয়া লোকসংগীত পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হবে বহরমপুর পুরসভা। সাংস্কৃতিক ঐতিহ্যের বহরমপুর ইয়ুথ কয়্যারের সঙ্গে যৌথভাবে সাংস্কৃতিক উন্নয়নে এই কাজ করবে পুরসভা। এর জন্য পরিকাঠামোগত যে সাহায্য লাগবে সার্বিকভাবে সে বিষয়ে পাশে থাকার আশ্বাস দিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় বহরমপুর ইয়ুথ কয়্যার ভবনে সলিল চৌধুরী মঞ্চে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসংগীত শিল্পী প্রয়াত নির্মলেন্দু চৌধুরী ও অমর পালের জন্মশতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট লোকসংগীত শিল্পী নাজমুল হক সেখানে অনুষ্ঠান মঞ্চে পৌরসভার চেয়ারম্যানের কাছে এই কয়ারের সঙ্গে যৌথভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার অনুরোধ করেন । সেখানে সর্বসমক্ষে চেয়ারম্যান এই বিষয়ে সম্মতি দেন । অনুষ্ঠানে ছিলেন বহরমপুর ইয়ুথ কয়্যার এর সম্পাদক মলয় গুপ্ত, সভাপতি শুভাশিস চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ ও অন্যান্য বিশিষ্টরা। ছিলেন অধ্যাপক রফিকুল হাসান । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইয়ুথ কয়্যার এর ছাত্র ছাত্রীরা। প্রয়াত দুই লোকসংগীত শিল্পীকে নিয়ে নতুন গান লিখে সেটি এই মঞ্চে গাওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, আমাদের সরকার শিল্পীদের ভাতার ব্যবস্থা করেছে। শিক্ষা, সংস্কৃতি চর্চা আমাদের দায়িত্বের মধ্যে পরে । তাছাড়া ব্যক্তিগতভাবে এই ইয়ুথ কয়্যার এর সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। যা দরকার, আমরা করব। বাংলাকে সুন্দর করে গড়ে তুলতে হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now