Berhampore New Art Galleryছবি দেখানো, ছবির বাজার- মিলেমিশে পথ দেখাবে শিল্পের প্রচারে। যেমন ভাবনা তেমনটাই হল বাস্তবে। মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্রের উদ্যোগে, চিত্র শিল্পী সুদীপ রায়ের ভাবনায় গড়ে উঠল স্বপ্নের ‘ ডিসট্রিক্ট আর্ট গ্যালারি’ ‘ District Art Gallery’। ১৫ ই আগস্ট, স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকল ঐতিহাসিক মুর্শিদাবাদ, সংস্কৃতির শহর বহরমপুর। প্রতীক্ষার অবসান হল। ইচ্ছেপূরন হল চিত্র শিল্পীদের। আত্মপ্রকাশ ঘটল ডিসট্রিক্ট আর্ট গ্যালারি -র।
Berhampore New Art Gallery ওল্ড কালেক্টরেট মোড় থেকে ডি এম বাংলোর দিকে যেতেই বাঁ হাতে ব্যারাক রুপান্তির হয়েছে আর্ট গ্যালারিতে। উদ্বোধনী সন্ধ্যায় ছিল চাঁদের হাট। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সামসুর রহমান, সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমরজ্যোতি সরকার, বিশিষ্ট চিত্র শিল্পী সুদীপ রায়, সহ বিশিষ্ট জনেরা। আর ছিলেন এই জেলা, শহরের এক ঝাঁক শিল্পী, শিল্পানুরাগিরা, যারা স্বপ্ন দেখেছিলেন একটি আর্ট গ্যালারির।
Berhampore New Art Gallery নিজেদের শিল্প, নিজেদের আঁকা ছবি দেখানোর একটি জায়গা পেলেন মুর্শিদাবাদের শিল্পীরা। একটি স্মরণীয় দিন বললেন চিত্র শিল্পী সুদীপ রায়। নিজের শহরে যিনি চিত্র প্রদর্শনীর মাধ্যমে উপলব্ধি করেছিলেন আর্ট গ্যালারির গুরুত্ব।
Berhampore New Art Gallery আর্ট গ্যালারি শুধুই কি শিল্পী এবং দর্শকদের মধ্যে সংযোগস্থাপন? এমনটাও কিন্তু নয়। একদিকে যেমন সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করে, শিক্ষার একটি মাধ্যম, শিল্পের প্রচার ঘটায় অন্যদিকে আঞ্চলিক অর্থনীতির উন্নতিও ঘটায়। শিল্পের বাজার, শিল্পের বিকাশ ঘটায়। বিনোদন এবং অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। সব মিলিয়ে ‘ডিসট্রিক্ট আর্ট গ্যালারি’ মুর্শিদাবাদ জেলার চিত্র শিল্পীদের জন্য সূর্যোদয় হল, যা বলাই বাহুল্য।