এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Lawyers Protest বহরমপুরের এবার রাস্তায় আইনজীবীরা

Published on: August 17, 2024
Berhampore Lawyers Protest

Berhampore Lawyers Protest আরজিকর কান্ডে এবার পথে নেমে প্রতিবাদে সামিল আইনজীবীরাও (Berhampore Lawyers Protest)। আরজিকর কান্ডে দেশ জুড়ে নিন্দান ঝড় উঠেছে। রাস্তায় নেমেছে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবার বহরমপুর দেখা গেল আইনজীবীদের পথে নামতে। শনিবার জেলা কোর্ট থেকে মিছিল করেন আইনজীবীরা।

এই মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমার পর তা পৌছায় মেডিক্যাল কলেজ হাসপাতালে। নারকির ঘটনার পূর্ন তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান হয় আইনজীবীদের পক্ষ থেকে। হাসপাতালে অবস্থানরত জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের আন্দোলনে পাশে থাকার বার্তা দেন আইনজীবীরা। পাশাপাশি এদিন হাসপাতাল সুপারকে মেডিক্যাল কলেজে চিকিৎসা পরিষেবা স্বচল রাখতে আবেদন জানান হয় আইনজীবীদের পক্ষ থেকে।

আইনজীবী পীযুষ ঘোষ তিনি এদিন বলেন,”৯ই আগস্ট আর জি করে (R.G.Kar Issue) যে ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে আমরা যা রাস্তায় নেমেছি। আমরা বিচার চাই। এই ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করে কোঠর শাস্তি দিতে হবে। পাশাপাশি এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন আইনজীবীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now