Berhampore Incident বহরমপুরে ট্রাকে আগুন। পথ দুর্ঘটনার পর ট্রাকে ধরিয়ে দেওয়া হয় আগুন । বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কে উপরেই দাউদাউ জ্বলতে থাকে ট্রাক। ফায়ার ব্রিগেড Fire Station Berhampur গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, এদিন বহরমপুর Berhampore থেকে ডাক্তার দেখিয়ে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন মনীন্দ্রনগরের বাসিন্দা সুমন হালদার।
Berhampore Incident সেই সময় তাঁকে ট্রাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুন নিয়ন্ত্রনে আনে ফারায় ব্রিগেড। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ভুল দিক থেকে আসছিল ট্রাক। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।