Beldanga Accident দুই ট্রাকের মাঝে পড়েও বেঁচে গেল প্রাণ

Published By: Madhyabanga News | Published On:

Beldanga Accident   দুই ট্রাকের মুখোমুখি ধাক্কা। আর দুই ট্রাকের মাঝে এসে বেঁচে গেল বাইল চালকের প্রাণ। এমনই ঘটনা ঘটল বৃহস্পতিবার। এদিন বেলডাঙায় জাতীয় সড়কে  দুর্ঘটনা ঘটে । দুটি ট্রাকের  মুখোমুখি সংঘর্ষের মাঝে পরে  আহত হয়েছেন ওই  বাইক চালক। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বেলডাঙা থানার ভাবতা বাজারে নিয়ন্ত্রন হারিয়ে  দুটি ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ ঘটে । আর সেই সময় দুই ট্রাকের  মাঝে চলে আসে একটি মোটর বাইক। তাতেই গুরুতর আহত হয় বাইক চালক । দুমড়ে মুচড়ে যায় বাইকটি।  তরিঘরি স্থানীয়রা আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।