Berhampore Girls’ College রূপান্তরকামীদের নিয়ে আমরা কী ভাবী? বর্তমান সমাজব্যবস্থা কী বলছে? যা নিয়ে হল খোলাখুলি আলোচনা। উঠে এল ট্রান্সজেন্ডারদের আইনি অধিকার, অধিকার আদায়ে কী কী প্রতিবন্ধকতা? কোন পথে সমাধান? সমস্ত বিষয়। ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হল বহরমপুর গার্লস কলেজে। Awareness Programme On The Provision Of The Transgender Persons ( Protection Of Rights) ACT, 2019 & Rules, 2020
আরও পড়ুন– Berhampore Girls’ College গঙ্গা বাঁচাতে কী করা উচিৎ, কী নয়? সচেতনতার পাঠ গার্লস কলেজে
Berhampore Girls’ College সচেতনতা শিবিরের আয়োজন করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ সোশ্যাল ডিফেন্স National Institute of Social Defence সহযোগিতায় বহরমপুর গার্লস কলেজের সোশিওলজি এবং ফিজিওলজি বিভাগ। সহযোগিতায় জয়প্রকাশ ইন্সটিটিউট অফ সোশ্যাল চেঞ্জ , কলকাতা। মঙ্গলবার অমিও রাও কনফারেন্স হলে আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরকামী গবেষক মৃত্তিকা চ্যাটার্জি, গবেষক দেবাদ্রিতা মণ্ডল। সেমিনারে সোশিওলজি এবং ফিজিওলজি – দুই বিভাগের ছাত্রীরা অংশ নেন আলোচনা সভায়।

Berhampore Girls’ College কী জানালেন বক্তারা?
Berhampore Girls’ College জয়প্রকাশ ইন্সটিটিউট অফ সোশ্যাল চেঞ্জ -এর ফ্যাকাল্টি মেম্বার দেবাদ্রিতা মণ্ডল জানান, সমাজে জেন্ডার নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিং এটাকে আরও ভালো কী করে করা যায়! নতুন প্রজন্মের সেই বিষয়ে কিন্তু একটা আগ্রহ রয়েছে। বহরমপুর গার্লস কলেজের ফ্যাকাল্টি মেম্বারও ভীষণ আগ্রহী।
Berhampore Girls’ College রূপান্তরকামী গবেষক মৃত্তিকা চ্য্যাটার্জি বলেন, ট্রান্সজেন্ডার কমিউনিটি পার্সনরা মূলত সমাজের মেন বৃত্তের বাইরেই অবস্থান করছেন। সেই ধ্যান ধারনা থেকে বেরিয়ে এসে সেই কমিউনিটির উন্নয়নের জন্য সরকার থেকে তাদের সুরক্ষার জন্য একটি আইন করা হয়েছে। সেই আইনের প্রচারের জন্যই এরকম অনুষ্ঠান। আজকের দিনে খুব তাৎপর্যপূর্ণ এই ধরনের অনুষ্ঠান। যার মাধ্যমে বোঝা সম্ভব কী কী উন্নয়ন হচ্ছে এবং আগামী দিনে আর কী করা যায়।

Berhampore Girls’ College এই ধরনের সেমিনার কী ছাত্র সমাজের চিন্তাভাবনায় বদল আনবে? সমাজকে নতুন পথ দেখাবে?
Berhampore Girls’ College বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা ডঃ হেনা সিনহা জানান, একজন মানুষ তার ইচ্ছে অনুযায়ী সে সমাজে নিজেকে বিকশিত করতে পারবে। এই সুযোগটা সমাজকে করে দিতে হবে, রাষ্ট্রকে করে দিতে হবে, তবেই বৃহত্তর ক্ষেত্রে একটা স্থায়ী , টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব। রূপান্তরকামী কর্মী আজকে একবিংশ শতাব্দীতে খুব বেশী করে শুনছি। কিন্তু এটা আমাদের অতীতে পুরানেও ছিল। মহাভারতের শিখণ্ডী তার অন্যতম দৃষ্টান্ত। এটা আজকের নতুন ধারনা নয়। আমাদের পুরাণে, আমাদের ঐতিহ্যে এটা আছে। সেটা আজকে তার আইনি অধিকার পাক। তারা শুধু প্রান্তে নয় বৃত্তের মধ্যে আসুক। সমাজ একটা বৃহত্তর সমাজে পরিণত হোক।









