Berhampore Girls’ College গঙ্গার উৎস থেকে মোহনা- ৪ নভেম্বর দেশ জুড়ে পালিত গঙ্গা উৎসব Ganga Utsab 2025। গঙ্গা উৎসব ২০২৫- উপলক্ষে Water Conservation & River Rejuvenation জল সংরক্ষণ এবং নদী পুনরুজ্জীবনের উপর একদিনের জেলা স্তরের সেমিনার অনুষ্ঠিত হল বহরমপুর গার্লস কলেজে। ডিসট্রিক্ট গঙ্গা কমিটি এবং সদর মহকুমা অফিস, বহরমপুর গার্লস কলেজের Internal Quality Assurance Cell ( IQAC) -র সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়, ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির ডিপিও সাত্যকি জানা সহ কলেজের অধ্যাপক, ছাত্রীরা।

Berhampore Girls’ College কী জানালেন বহরমপুর গার্লস কলেজের Principal?
Berhampore Girls’ College বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা ডঃ হেনা সিনহা জানান, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর- প্রবাহিত স্রোতস্বিনী গঙ্গা। সেই গঙ্গাকে কীভাবে কলুষ মুক্ত রাখা যায়, কীভাবে পবিত্র রাখা যায় তারই প্রচেষ্টায় আজকের এই গঙ্গা উৎসব। গঙ্গাকে নিয়ে আমাদের মধ্যে আবেগ, পুরাণ ছড়িয়ে আছে। গঙ্গা আমাদের কাছে শ্রদ্ধেয়।তিনি আরও জানান, নদীমাতৃক দেশে বিশেষত প্রধান নদী গঙ্গার আশেপাশে গড়ে উঠেছে শিল্পাঞ্চল, বহু ব্যবসা বানিজ্য ক্ষেত্র। বহু ব্যবহারে গঙ্গা আজকে কলুষিত। অনেক আবর্জনা গঙ্গার বুকে প্রবাহিত হওয়ার জন্য গঙ্গার সেই পবিত্রতা, স্বচ্ছতা আজকে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন কলকারখানার ধোঁয়া, বর্জ্য পদার্থ পড়ে গঙ্গার পবিত্রতাকে নষ্ট করছে। গঙ্গাকে অপব্যবহার করা হচ্ছে। অনেক প্লাস্টিক যেটা গঙ্গায় পড়লে আরও বেশী দূষিত হচ্ছে সেই সমস্ত দিকগুলো খেয়াল না করে আমরা অপব্যবহার করছি।

Berhampore Girls College শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে নতুন দিশা কোন পথে! সেমিনার গার্লস কলেজে
Berhampore Girls’ College সেমিনার প্রসঙ্গে অধ্যক্ষ্যা আরও বলেন, সচেতনতা করার দিন মানুষ যেন গঙ্গাকে ঠিকভাবে ব্যবহার করে। কী কী উপায় অবলম্বন করলে গঙ্গার জল পবিত্র থাকবে- এইরকম ব্যবস্থা গ্রহন করা হবে। কী করা উচিৎ নয়! সেগুলো সম্পর্কেও পাঠ দেওয়া হবে। সেইজনই আজকে এই গঙ্গা উৎসবকে কেন্দ্র করে বহরমপুর গার্লস কলেজে এসডিও-র সহায়তায় এবং গঙ্গা দূষণ মুক্ত কমিটির সহযোগিতায় আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছে। বহরমপুর গার্লস কলেজের Environmental Science এবং Geography বিভাগের তিনজন অধ্যাপক এই বিষয়ে বলেন। ছাত্রীরা উপকৃত হবে এবং পুরো সমাজ তথা পরিবেশ উন্নত হবে এবং গঙ্গাকে রক্ষা করতে পারবে এই বার্তা দেওয়া হল।
River Festival 2025 র্যালি থেকে স্বচ্ছতা অভিযান, বহরমপুর শহরে পালিত ‘গঙ্গা উৎসব’
Berhampore Girls’ College সেমিনারে উপস্থিত হয়ে সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, মূল বার্তা হল গঙ্গা দূষণ রোধ এবং গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা- রাজ্য সরকারের যে মিশন আছে সেই মিশনের অন্তর্গত সারা রাজ্যব্যাপী সমস্ত ব্লক এবং পৌরসভা গঙ্গার পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করছে সেখানে বছরব্যাপী প্রচুর সচেতনতামূলক কাজ হয়। আবেদন এটাই গঙ্গা দূষণকে রোধ করা, গঙ্গার জলকে দূষণমুক্ত রাখতে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে নয়! নিজেদের দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে।









