বহরমপুরে ফুটপাত দখল করে চলছিল ব্যবসা ! বুলডোজার নামিয়ে ভাঙা হল অবৈধ নির্মাণ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ হাঁটার জন্য ফুটপাত। কিন্তু সেই ফুটপাত চলে গিয়েছিল ব্যবসাদারদের দখলে। পেল্লাই দোকানের বাইরে কেউ বানিয়ে নিয়েছিলেন স্ল্যাব। কেউ আবার বসিয়ে নিয়েছিলেন লোহার রেলিং। এতেই বাড়ছিল যানজট। এবার   বহরমপুরে শহরে  ফুটপাত, সরকারি জায়গা জবরদখলমুক্ত করতে শুরু হল বিশেষ অভিযান। ভাঙা হল বেআইনি নির্মাণ । বৃহস্পতিবার সকালে যৌথ অভিযানে নামে  জেলা প্রশাসন, পুলিশ, বহরমপুর পৌরসভা।  জলট্যাংক  মোড় থেকে শুরু হয়েছে  উচ্চ্ছেদ অভিযান ।

বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় উঠে এসেছে শহর দখলের ছবি।  কেউ  ড্রেনের উপর বসিয়েছিলেন কেনাবেচার পসরা। কেউ আবার রাস্তাকেই করেছেন দোকান।  এতেই বাড়ছিল শহর বহরমপুরের জীবন যন্ত্রনা। বাড়ছিল ট্রাফিক জ্যাম। ড্রেন উপচ জল আসছিল রাস্তায়। বেহাল অবস্থা দাঁড়ায় নিকাশিরও।

এবার বহরমপুর শহরকে যানজট মুক্ত করতে , ড্রেন উপচে জল রাস্তায় চলে আসা বন্ধ করতে কড়া ব্যবস্থা নিল প্রশাসন।   মঙ্গলবার সকাল থেকেই  সরকারি যায়গা দখলমুক্ত করতে নামালো হল বুলডোজার। এদিন যৌথ অভিযানে নামে  জেলা প্রশাসন, পুলিশ, বহরমপুর পৌরসভা।  জলট্যাংক  মোড় থেকে শুরু হয়েছে  উচ্চ্ছেদ অভিযান । এদিন সদর  মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় জানান, অনেকেই ড্রেন দখল করে স্ল্যাব বসিয়ে ব্যবসা করছে। এতে রাস্তায় জল ড্রেনে নামছিল না। যানজটও বাড়ছিল।  পুজোর আগেই শহরকে যানজট মুক্ত করার চেষ্টা চলছে। এদিন অভিযান চলবে কেএন রোড,  , মোহনা বাসস্ট্যান্ড, ওল্ড কান্দি বাস স্ট্যান্ড এলাকায়।