এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Election: বহরমপুরে খাস তালুকেই বিক্ষোভের মুখে অধীর

Published on: April 13, 2024
Berhampore Election

Berhampore Election:  এক সময় বহরমপুর ছিল “অধীর গড়”। এবার সেই গড়েই প্রচারে বেড়িয়েই বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । শনিবার সকালে বহরমপুরে প্রচারে বেড়িয়ে তৃণমূল ()  কর্মীদের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । পালটা স্লোগান দেওয়া হয় অধীর অনুগামীদের তরফ থেকে।
এদিন সকালে বহরমপুরের নতুনবাজার গোয়ালপাড়ায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে অধীর।  বিক্ষোভকারীদের সাথে ধাক্কাধাক্কি হয় কংগ্রেস নেতাদেরও।   ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। এক সময় এই এলাকায় ছিল অধীর চৌধুরীর খাসতালুক। এবার সেই খাসতালুকেই পাঁচ বারের সাংসদকে ঘিরে বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মীদের। বিক্ষোভকারীদের দাবি, গো ব্যাক স্লোগান দেওয়ায় স্থানীয় তৃণমূল কর্মীদের মারধর করেছে বিদায়ী সাংসদের অনুগামীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now