Berhampore Disabled Students কেউ চোখে দেখতে পান না। কেউ আবার ঠিকভাবে হাঁটতেও পারেন না। কেউ জন্মগতভাবে কেউ দুর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধী হতে পারে। কিন্তু তাও সমস্ত প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে চলছেন। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে, ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ জেলার প্রতিবন্ধী ২২ জন পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এদিন সংশাপত্র, সার্টিফিকেট, উপহার হাতে তুলে দেওয়া হয়।
এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে পড়ুয়ারা এসেছিলেন। কেউ পায়ে লিখে উচ্চ মাধ্যমিকে ৪০২ নম্বর পেয়েছে। কারর আবার দৃষ্টিশক্তি কম হওয়ার পরেও মাধ্যমিকে ভালো নাম্বারের সাথে পাশ করেছে। তাদের লক্ষ্য একটাই পড়াশোনা করে আরও বড় হওয়া। এবং তাদের মতন বাকিদের আরও উৎসাহিত করা।
এদিন সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আর জি কর কাণ্ডের প্রতিবাদে তারা সবাই প্রতিবাদেও নেমেছিলেন। এদের মধ্যে অনেকেই বিজ্ঞানী হতে চান, কেউ আবার হতে চান ভালো শিক্ষক। সেই স্বপ্ন পুরনের আশায় প্রতিনিয়ত লরাই চালিয়ে যাচ্ছেন এই প্রতিবন্ধী মানুষেরা।