Berhampore Cooperative Election সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়াল বহরমপুর ব্লকের হিকোমপুরে। বহরমপুর ব্লকের দৌলতাবাদ থানার অন্তর্গত ঘুনির মোড়ে জানমহম্মদ পুর হিকোমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল শুক্রবার। ভোটকে কেন্দ্র করে এদিন তৃণমূল ও কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বচসা থেকে মারপিট বাঁধে দু পক্ষের মধ্যে। এই ঘটনায় এক কংগ্রেস কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ।
Berhampore Cooperative Election দীর্ঘ ১২ বছর পর হাইকোর্টের নির্দেশে শুক্রবার জানমহম্মদ পুর হিকোমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট গ্রহণ প্রক্রিয়া হয়। এদিন সকাল ১১টা থেকে শুরু হয় ভোটদান। মোট ১৩ টি আসনে এই সমবায়ে লড়াই করে বাম, কংগ্রেস ও তৃণমূল। বাম -কংগ্রেসের অভিযোগ ভোটের শুরুতেই তাদের নেতৃত্বকে মারধর ও ভোটারদের ভয় দেখিয়ে ভোটে প্রভাব খাটায় তৃণমূল। বহরমপুর পূর্ব ব্লক কংগ্রেসের সভাপতি নূরজামান মোল্লা অভিযোগ করেন, ভোট শুরুর পর পুলিশের সামনে তৃণমূলের দুষ্কৃতিরা ব্লকের সম্পাদক সাবির সেখকে মারধর করে। হাতিনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি জয়নুদ্দিন সেখের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এদিনের ভোট প্রসঙ্গে বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, ” সামান্য সমবায় সমিতির নির্বাচনেও দখলের লড়াই। নির্বাচনের নামে প্রহসন , গোটা বাংলায় মুখ্যমন্ত্রী যা করছেন তার প্রতিফলন এখানেও হল”।
Berhampore Cooperative Election যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবী- জানমহম্মদপুর হিকোমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ছিল বামফ্রন্টের দখলে। এই সমবায় সমিতিতে অভিযোগ ওঠে কোটি কোটি টাকা তছরুপের। দেউলিয়া হয় সমবায় ব্যাঙ্ক, পরিষেবা নেই। সেই জায়গা থেকে এলাকাবাসীদের উন্নয়নের স্বার্থে ভোট হল। স্থানীয় তৃণমূল নেতা সুজাম্মেল সেখ বলেন, ” সিপিএম- কংগ্রেস দীর্ঘদিন ধরে ভোট না করে অচলাবস্থা তৈরি করেছে। অচলাবস্থাকে সচল করার জনই বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। আজ সেই নির্ঘণ্ট। বাড়ি বাড়ি গিয়ে প্রচার হয়েছে। আগামী দিনে এলাকার কৃষিজীবী মানুষেরা সুযোগ সুবিধা পাবেন বলে আশা রাখি।” বিরোধীদের অভিযোগ উড়িয়ে তিনি আরও বলেন, ” শান্তি শৃঙ্খলা মেনে ভোট হয়েছে। পুলিশ প্রশাসন ও মানুষের সহযোগিতায় ভোট হয়েছে, কোনরকম রিগিং হয়নি।”