Berhampore Bus Union পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে তুলকালাম বহরমপুর বাসস্ট্যান্ড। দীর্ঘক্ষণ বাস বন্ধ রেখে বিক্ষোভ বাস ড্রাইভার, কন্ডাক্টারদের । পুলিশের বিরুদ্ধে এক পরিবহণ কর্মীদের মারধরের অভিযোগ। বাস বন্ধ করে প্রতিবাদ বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরিবহণ কর্মীরা।
বাস চালকদের অভিযোগ, রবিবার মারধর করা হয় বাস চালককে। মারধর করে পুলিশ। তার প্রতিবাদেই সোমবার বন্ধ করে দীর্ঘক্ষোন প্রতিবাদ বাস চালক, কণ্ডাক্টারদের। যদিও বেলা গড়াতে ওঠে বিক্ষোভ। বাস চালক ইউনিয়ন নেতৃত্বের জানান, প্রশাসন দাবি মেনে নিয়েছে। বাস শ্রমিকদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। তাই কাজে ফিরছেন বাস শ্রমিকরা।