মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বেলডাঙার ঝুনকা এলাকায় রেল গেট চালু রাখার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ও স্কুল পড়ুয়াদের। বেলডাঙার ঝুনকা এলাকায় রয়েছে ১১৪ নম্বর রেল গেট । এই রেল গেট ব্যবহার করেন রেল লাইনের দুধারে গ্রামের মানুষ । সম্প্রতি এই রেল গেটের কাছে তৈরি হচ্ছে আন্ডার পাস । রেল আন্ডার পাস তৈরি হলে এই রেল গেট বন্ধ হয়ে যেতে পারে। আর এর জেরেই সমস্যায় পড়তে হতে পারে এলাকার বাসিন্দা থেকে স্কুল পড়ুয়াদের। যাতে এই রেল গেট চালু থাকে এই দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ দেখান হয় । বিক্ষভকারীরা জানান, এই এলাকায় আন্ডারপাসের খুব একটা দরকার নেই। কিন্তু রেলগেট দরকার। স্থানীয় বাসিন্দা ছোটন সেখ জানান, আন্ডার পাস নীচু জমিতে হওয়ায় সেখানে জল জমতে পারে। রেলগেট না থাকলে মহেশপুর, দলুয়া, মাড্ডার মানুষ সমস্যায় পড়বেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় পুলিশ ও জিআরপি। স্থানীয়দের সাথে কথা বলেন তারা এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
Beldanga Railgate: আণ্ডারপাস নয়, রেলগেট চেয়ে বিক্ষোভ বেলডাঙায়
Published on: August 6, 2022













