Beldanga News সপ্তাহ শেষে বন্ধ থাকবে জাতীয় সড়কে যান চলাচল। ভোগান্তি এড়াতে বিকল্প কোন পথে ঘুরবে গাড়ি? পন্যবাহী গাড়ির চালক থেকে যাত্রী দুর্ভোগ কমাতে নোটিশ জারি করল মুর্শিদাবাদ পুলিশ জেলা। জানানো হয়েছে, ২৬ শে এপ্রিল অর্থাৎ শনিবার রাত ১১ টা থেকে পরের দিন অর্থাৎ ২৭ শে এপ্রিল ভোর ৫ টা পর্যন্ত বেলডাঙা থানার অন্তর্গত ভাবতা রেলগেটে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকবে। পণ্যবাহী গাড়ি চালকদের উক্ত সময়ে ১২ নম্বর জাতীয় সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Beldanga News কোন পথে ঘুরবে গাড়ি?
Beldanga News ফারাক্কার দিক থেকে আসা কলকাতাগামী বাসগুলি ফতেপুর মোড় হয়ে বহরমপুর শহরের মধ্য দিয়ে ভাকুড়ি মোড় থেকে হরিহরপাড়া- আমতলা হয়ে বড়ুয়া মোড় উঠবে। অন্যদিকে কৃষ্ণনগরের দিক থেকে আসা ফারাক্কাগামী বাসগুলি বড়ুয়া মোড় থেকে আমতলা-হরিহরপাড়া হয়ে ভাকুড়ি মোড় দিয়ে যাবে।
Beldanga News আগামী মে মাসেও জারি থাকবে ওয়ান ওয়ে সিস্টেম। জানানো হয়েছে সেই তারিখও। নোটিশে বলা হয়েছে, মে মাসের ৪ তারিখ, ১১ তারিখ ও ১৮ তারিখ এই তিন দিন ওয়ে সিস্টেমে যান চলাচল করবে।