Lalgola Labours কলকাতায় একি পরিণতি লালগোলার দুই শ্রমিকের

Published By: Imagine Desk | Published On:

Lalgola Labours  কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় বর্জ্য পরিষ্কার করতে নেমে মৃত্যু হল তিন শ্রমিকের। এর মধ্যে দুই শ্রমিক মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। জানা গিয়েছে রবিবার সকালে তিন শ্রমিক ম্যানহলে নেমে বর্জ্য পরিষ্কার করতে নেমে তলিয়ে যায়। কয়েক ঘণ্টা পর তাদের উদ্ধার করে হলেও শেষরক্ষা হয়নি। তিনজনেরই মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন সাফাইকর্মীর নাম ফরজ়েম শেখ, হাসিবুল ইসলাম এবং সুমন সর্দার। এর মধ্যে ফরজ়েম শেখ ও হাসিবুল ইসলাম লালগোলার বাসিন্দা।

Lalgola Labours  ফরজ়েম শেখ লালগোলার আয়েরমারি বাতাপাড়া এলাকার বাসিন্দা। মাস দুয়েক আগে পাইপলাইনের কাজে কলকাতায় গিয়েছিলেন। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা। অন্যদিকে হাসিবুল ইসলামের বাড়ি লালগোলার টিকরপাড়া এলাকায়। ওই যুবক মাস দেড়েক আগে কাজে গিয়েছিলেন বলে পরিবারের দাবি। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।কাজে গিয়ে দুই শ্রমিকের অকাল মৃত্যুতে শোকের ছায়া লালগোলা জুড়ে।