Beldanga News দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। আসছে পুজোর মরশুম। একদিকে আলর রোশনাই, অন্যদিকে সেই সুযোগে দুষ্কৃতিদের বাড়বাড়ন্তেরও সঙ্কেত থাকে। সেই অশনি সঙ্কেত কাটাতে আগাম সতর্কতা প্রশাসনের। জায়গায় জায়গায় বসানো হচ্ছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। চুরির হার কমলেও রয়েছে সংশয়। বুধবার বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, সামনে পুজো। আরও বেশি বাইক মোবাইলে নজরদারি বাড়ানো হবে যাতে কোথাও কোনরকম চুরির ঘটনা না ঘটে। উল্লেখ্য, গত রবিবার রাতে বেলডাঙার সরুলিয়া গেটপাড়া এলাকায় পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে বেলডাঙ্গা থানার পুলিশ। তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না।
Beldanga News ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না
Beldanga News ধৃতদের মধ্যে দুজনের এই চুরির সাথে সরাসরি যোগাযোগ মিলেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃতদের মধ্যে ফুরকান শেখ ও তোফাজুল শেখ সুরুলিয়া এলাকারই বাসিন্দা । ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না। এসডিপিও আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে অভিযোগ হয়। এরপরেই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সন্দেহভাজন পাঁচ- সাতজনের গতিবিধি ট্র্যাক করা হয়। সন্দেহের উপর ভিত্তি করেই ৩ জনকে গ্রেফতার করা হয়। এদের সাথে আরও লোক ছিল। নেশা করে বাড়িতে চুরি করে। এই চুরি চক্রের সাথে আর কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।