রামচন্দ্র বিশ্বাসঃ এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বান্ধবীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল যুবকের পরিবার । যুবকের নাম আসিফ রেকজা। পরিবারের দাবি, বেলডাঙার হকেননগরের বাসিন্দা আসিফ রেজার সাথে সম্পর্ক ছিল বেলডাঙার বাসিন্দা এক যুবতীর সাথে । সোমবার সকালে বাড়ি থেকে বেড়িয়েছিলেন বছর কুড়ির আসিফ । তার ঘণ্টা দুয়েকপর দাদার কাছে আসে ফোন। এক মহিলা কন্ঠ জানায়, বিষ খেয়েছে আসিফ। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানানন্তিত করা হলে মঙ্গলবার ভোরে যুবকের মৃত্যু হয় । এই ঘটনায় যুবতীর দিকেই অভিযোগের আঙুল তুলছে যুবকের পরিবার। কী ভাবে যুবকের মৃত্যু হল, কেউ বিষ খাইয়ে দিয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন মৃতদেহ ময়নাতদন্ত করা হয় ।
Beldanga News: বেলডাঙায় যুবকের সাথে কী ঘটেছিল ? বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
Published on: August 9, 2022













