Bank Strike Today বন্ধ ব্যাঙ্ক, এটিএম। ব্যাঙ্কের গেটে পোস্টার টাঙিয়ে স্লোগান দিয়ে পথে প্রতিবাদ ব্যাঙ্ক কর্মীদের। মঙ্গলবার সারা দেশের পাশাপাশি শহর বহরমপুরেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ব্যাঙ্ক ধর্মঘটে শামিল।‘ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন’ -এর ডাকা ২৪ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘটের মূল দাবি হল সপ্তাহে ৫ দিন কাজের দিন অবিলম্বে চালু করা। ব্যাঙ্ক ইউনিয়নের দাবি, ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে ৫ দিন কাজের দাবি দীর্ঘদিনের। তাই এই দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। ব্যাঙ্ক কর্মী সায়ন্তন চট্টোপাধ্যায় জানান, ” ২৪ ঘণ্টার বনধ। ব্যাঙ্ক এবং সমস্ত এটিএম বন্ধ থাকবে। ব্যাঙ্ক কর্মচারীরা এখনও কেন 5 day banking পাচ্ছিনা কেন? সরকার ডিজিটাইজেশন চাইছে, সেই পথে এগোলেও কেন সরকার বাধা দিচ্ছে জানি না ! তার বিরুদ্ধেই প্রতিবাদে সমস্ত ব্যাঙ্ক আজকে পথে নেমেছে।”
আরও পড়ুন– Murshidabad Itihas Utsav 2026 উৎসবের আঙিনায় ফিরে দেখা ইতিহাস, এবারও চমকে ভরা

Bank Strike Today মঙ্গলবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Bank Strike Today ২৩ শে জানুয়ারি ছুটি তারপর চতুর্থ শনিবার, রবিবার, ২৬ জানুয়ারি কাটিয়ে ২৭ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট। অর্থাৎ টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটল তা বলাই বাহুল্য। এটিএম পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তি আরও বাড়ে।

Bank Strike Today কী দাবী ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির?
Bank Strike Today বঙ্গীয় প্রাদেশিক ব্যাঙ্ক কর্মচারী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক তপন কুমার ভট্টাচার্য বলেন, “ব্যাঙ্ক বেসরকারিকরণ করে দেওয়ার যে চক্রান্ত চলছে আমরা চাই সেটার অবিলম্বে বন্ধ হোক। সমস্ত বেসরকারি ব্যাঙ্ককে সরকারি ব্যাঙ্ক করা হোক। ব্যাঙ্কে বেশী বেশী করে নিয়োগ করা হোক। এই ধর্মঘটের পরে যদি স্রকা রাজি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে সাড়ে আট লক্ষ ব্যাঙ্ক কর্মচারী রাস্তায় দাঁড়িয়ে ব্যাঙ্ক এবং এটিএম বন্ধ করার দীর্ঘ আন্দোলনে নামবে। ” তিনি আরও বলেন, ” আজকের এই ধর্মঘটে কো-অপারেটিভ, আরআরবি, সমস্ত পাবলিক সেক্টর ধর্মঘটে আছে। ধর্মঘটীরা প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আগামী দিনে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের সার্ভিস কন্ডিশন, তাদের সরকারি করার জন্য এই দাবীতে প্রাইভেট ব্যাঙ্কগুলোতেও সমস্ত বন্ধ রাখা হয়েছে এটিএম সমেত। সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক -ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এর মধ্যেই রয়েছে।”











