এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News বহরমপুরে গেস্ট হাউস খুলে একি কারবার ! উদ্ধার ২ মহিলা। গ্রেফতার ৪

Published on: January 25, 2026
Berhampore News

শহর বহরমপুরে গেস্ট হাউসেই চলছিল বেআইনি কারবার। সেই গেস্ট হাউসেই হানা দিল পুলিশ।  রবিবার  বিকেলে  গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন  দুপুরে বহরমপুর থানার BERHAMPORE PS অন্তর্গত গির্জা মোড় এলাকায় একটি বেসরকারি গেস্ট হাউসে অভিযান চালায় পুলিশ। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুইজন মহিলাকে উদ্ধার করা হয়।

Berhampore News কী চলছিল গেস্ট হাউসে ?

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত গেস্ট হাউসটি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দেহ ব্যবসার  কাজে ব্যবহার করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গেস্ট হাউসের মালিক ও ম্যানেজার মিলেই এই বেআইনি কার্যকলাপ পরিচালনা করছিলেন।  অভিযান চলাকালীন গেস্ট হাউসের ভিতর থেকে দুইজন মহিলাকে উদ্ধার করা হয়। তাঁদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুনঃ Bangladeshi Arrested গভীর রাতের অভিযানে ধৃত তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী

Berhampore News বহরমপুর থানায় এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারা ও ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট (ITP Act)-এর ধারায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আধিকারিকদের দাবি, সমস্ত আইনি ও প্রক্রিয়াগত বিধি মেনেই এই অভিযান চালানো হয়েছে। ধৃত চার অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now