Awas Scam টাকা ফেরত চাইতেই চড়াও ! গ্রেফতার TMC কর্মী

Published By: Imagine Desk | Published On:

Awas Scam রঘুনাথগঞ্জে আবাসের কাটমানি ফেরত চাইতে গিয়ে  গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার  মূল অভিযুক্ত তৃণমূল কর্মী আব্দুল লতিব ওরফে  মিঠুন শেখ। অভিযোগ, ওই তৃণমূল TMC  কর্মী আবাসের লিস্টে নাম তুলে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন   রঘুনাথগঞ্জ – ২ Raghunathganj 2  ব্লকের মিঠিপুর গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা আতাবুর রহমান(60)- এর কাছে। তবে দেখা যায়, টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনায় তালিকায় । 

Awas Scam টাকা ফেরত চাইতে যান ওই ব্যক্তি।  আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে   তৃণমূল কর্মী  আব্দুল লতিফ ওরফে মিঠুন সেখের  বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে।  আতাবুর রহমানের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।  পরে তাঁকে কলকাতা রবিবার সকাল পাঁচটা নাগাদ এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকাল নটা নাগাদ তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রতিবাদে এদিন সকালে রঘুনাথগঞ্জের নয়ামুকুন্দপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কংগ্রেস নেতা কর্মীরা। অভিযোগ পাওয়ার পরই রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার  করে এদিন দুপুরে।