নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট হিংসায় ফের মুর্শিদাবাদের আরও একজনের মৃত্যু। বুধবার সকালে সাগরদিঘীর কংগ্রেস কর্মী রাজেশ সেখের মৃত্যু হল কলকাতায়। পঞ্চায়েত ভোটের দিন সাগরদিঘীর কিসমত গাদি এলাকায় ভোট কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে আহত হন রাজেশ সেখ। রাজেশ সেখকে প্রথমে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় রাজেশ সেখের।
কংগ্রেসের দাবি, রাজেশ সেখ সাগরদিঘির ১২০ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলছে পরিবার। যদিও ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।