মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ৩…২…১ সবাই এক সাথে জলে ঝাঁপ। হাড্ডা-হাড্ডি লড়ায় করার জন্যে ছোট ছোট বাচ্চারা ঝাঁপ দিল জলে। শনিবার বহরমপুর সুইমিং ক্লাবের তরফ থেকে আয়োজিত করা হল ৪৫ তম অ্যাকুয়াটিক স্পোর্টস ২০২৩। সারাদিন খুদে থেকে বড়দের নিয়ে নানা ক্যাটাগরিতে আজ আয়োজিত হল সাঁতার প্রতিযোগিতা।
সেখানেই অংশ গ্রহন করে বহরমপুরের খুদেরা। আজকের এই সাঁতার প্রতিযোগিতাটি ছিল মূলত ফ্রি স্টাইল। যেখানে প্রথম অংশে অংশ গ্রহন করে একদম বিগিনার লেভেলের অর্থাৎ ইউ কেজি থেকে শুরু করে ক্লাস ফোরের বাচ্চারা। এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে আডভান্স লেভেলের সাঁতারুরা।
বহরমপুরের নানান স্কুল থেকে ছোট্ট ছোট্ট ছানাপোনারা আজ এই প্রতিযোগিতায় নেমেছিল। উৎসাহের সাথে সবাই সাঁতার কাটে। কেও একটুর জন্যে হেরে যায় তো কেও আবার সবাইকে পেছনে ফেলে এগিয়ে যায় জয়কে লক্ষ্য করে। এই প্রতিযোগিতার মধ্যদিয়ে বাচ্চাদের শুধু প্রাইজ বিতরণ করায় লক্ষ্য না তাঁদের মানসিক, শাররিক বিকাশের কথা মাথায় রেখে সাঁতার সেখান। এই ভাবনাকে সামনে রেখে বাচ্চাদের নিয়ে এগিয়ে যাচ্ছে বহরমপুর সুইমিং ক্লাব। প্রাইজ পেয়ে উচ্ছ্বসিত ছোট্ট সাঁতারুরা।