এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Chowdury আর জি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে ফের তোপ দাগলেন অধীর

Published on: August 31, 2024
Adhir Chowdury again attacks mamata banerjee

Adhir Chowdury আরজিকরে নিহত চিকিৎসকের বাড়িতে অধীর চৌধুরী। সেখান থেকে আরজিকর হাসপাতালে ডাক্তারদের সাথে দেখা করতে গিয়ে হাসপাতালে গিয়ে বাধার মুখে পড়তে হল অধীর চৌধুরীকে। যদিও জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তাকে হাসপাতালে ঢুকতে আপত্তি জানালে তিনি সেখানে থেকেই ফিরে আসেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন অধীর চৌধুরী। তার দাবি সরকার নিজে চাইছে অপরাধিকে রক্ষা করে সরকারের ভাবমূর্তি বাঁচাতে। ১০ দিনের মধ্যে ফাঁসির দাবি তুলে মুখ্যমন্ত্রী নাটক করছেন বলেও তোগ দাগেন অধীর।

বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, “এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীদের রক্ষা করে ভাবমূর্তিকে বাঁচাও। ফাঁসির বিল আনা আরেকটা নাটক, ফাঁসির বিল ইতিমধ্যেই রয়েছে সেই আইন বলে তাদের ৪ জনের ফাঁসি হয়েছে, কলকাতায় ধনঞ্জয় তারও ফাঁসি হয়েছে। বহু জায়গায় ফাঁসি হয়েছে দোষীদের। ফাঁসির জন্য নতুন করে ১০ দিনের জন্য বিল আনার দরকার নাই।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now