Adhir Chowdhury আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার ‘কলকাতা চলোর’ ডাক অধীর চৌধুরীর। ২৯শে আগস্ট কলকাতার কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক রাজ্য কংগ্রেসের। দোষীদের ফাঁসি এবং সঠিক তদন্তের দাবিতে এই প্রতিবাদ মিছিল বলে জানান অধীর চৌধুরী। মিছিলের অনুমতি পেয়ে কলকাতা হাই কোর্টের কাছে আগেই আবেদন করেছিলেন অধীর চৌধুরী। মঙ্গলবার মিছিলের অনুমতি দেই কলকাতা হাইকোর্ট।
অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন, “আগামীকাল ২৯শে আগস্ট, আর জি কর কাণ্ডের প্রতিবাদে আমাদের ঘরের বোন আমাদের ঘরের বোন। সে ছিল আর জি করের চিকিৎসক। তার খুন এবং ধর্ষণের প্রতিবাদে, কংগ্রেস দলের পক্ষ থেকে কালকে আমরা কলেজ স্ট্রিট থেকে শ্যমাবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করছি।”
জেলা কংগ্রেসের তরফ থেকে কী প্রস্তুতি ? কতজন কর্মী যাবেন ? সেই বিষয়ে জানালেন জেলা কংগ্রেসের মুখপাত্র।জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস তিনি জানান, “আমাদের কাছে ওত টাকা নাই। না আছে কাটমানির টাকা। না আছে নিয়োগ দুর্নীতিতে কামানো টাকা। ফলে আমাদের জেলার সাধারণ কর্মীরা নিজেদের মতন যাবেন।”