এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Central Force শেষ দফায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন অধীরের

Published on: June 1, 2024
adhir-central force-lok Sabha vote

Central Force শনিবার রাজ্য তথা সমস্ত দেশ জুড়ে সমাপ্ত হল সপ্তম এবং অন্তিম দফার ভোট (Lok Sabha Vote)। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির ছবি। কোথাও ভুঁয়ো ভোটার। তো কোথাও আক্রান্ত হচ্ছে বুথ এজেন্ট। এই সমস্ত অশান্তির মাঝেই কেন্দ্রীয় বাহিনীর (Central Force) তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শনিবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে, কোথায় গরম হবে। সেখানেও একটি সমঝোতার খেলা চলে থাকে।

এই বিষয়ে অধীর চৌধুরী আরও বলেন, “তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। তৃণমূল বুঝতে পারছে সন্ত্রাস ছাড়া ভোটে জেতা সম্ভব নয়। সেখানে কেন্দ্রীয় বাহিনী কেন। আরও বেশি তৎপর হচ্ছে না। সেটা কিন্তু ভাববার বিষয়। কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা করে কাজ হবে না। কেন্দ্রীয় বাহিনী কোথায় গরম হবে এবং কোথায় নরম হবে। সেখানেও কিন্তু সমঝোতার খেলা চলে থাকে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now