Adhir Chowdhury বাংলায় বাহুবলি আর তোলাবাজি চলছে দাবি করলেন অধীর চৌধুরী Adhir Chowdhury । রাজ্যে বাঁচতে গেলে ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে, এটাই তো বাহুবলি বলে দাবি প্রদেশ কংগ্রেস West Bengal Pradesh Congress Committee সভাপতির। গত কয়েক দিনে একের পর এক অশান্তির ঘটনা সামনে এসেছে । তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। তবে তানিয়ে এবার বিস্ফোরক দাবি অধীর চৌধুরর । সাংবাদিক বৈঠক থেকে অধীরের দাবি, এখানে সবাইকে তোলা দিতে হয়। এটাই এখানকার সংস্কৃতি, আর তোলা মানেই বাহুবলি। রাজ্যে একের পর এক ঘটনায় সামনে এসেছে এলাকার প্রভাবশালীদের নাম। সেই নিয়েই সামনে আসছে বাহুবলি তত্ত্বও। এনিয়ে চড়ছে রাজনীতির পারদও।
আরিয়াদহে কাণ্ডে এখনও অধরা তৃণমূল নেতা জয়ন্ত সিংহ , ” এনিয়ে অধীর চৌধুরী বলেন, তৃণমূল মানে অধরা থাকবে। কারণ তাদের সব থেকে বড় ভরসাধাত্রীর নাম মমতা ব্যানার্জী। সারা পশ্চিমবঙ্গে যত অন্যায়, অবিচার, ধর্ষণ , খুন , দুর্নীতি যা কিছু হবে তার একটাই আশ্রয়দাত্রী , সেই আশ্রয়দাত্রীর নাম মমতা ব্যানার্জী। সব কিছু তিনি জানেন কিন্তু কিছুই দেখেন না, সব কিছু তিনি বোঝেন কিন্তু কিছুই বোঝেন না। প্রশাসন তার হাতে তিনি শাসন জানেন না। তিনি নির্বাচন করতে জানেন, নির্বাচনের সময় তিনি দাঙ্গা করাতে জানেন , সাম্প্রদায়িক বিভাজন করতে জানেন, কিন্তু মানুষের জীবনের মূল সমস্যার পথ তিনি জানেন না। তাই নির্বাচন যায় আসে কিন্তু বাংলার সমাজের মৌলিক শান্তি, জীবন যাপনের যে নিরাপত্তা যেগুলো সাধারণ মানুষের প্রতিদিনের চাহিদা সেটা তিনি মেটাতে পারেন না”।