গড় রক্ষায় বিজয়া সম্মেলনীকে হাতিয়ার অধীরের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বেশ ধুমধামের সঙ্গে মঙ্গলবার বহরমপুরে বিজয়া সম্মেলন করল বহরমপুর শহর কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সামনেই লোকসভা নির্বাচন। সেই ভোটে নিজের গড় ধরে রাখতে মরিয়া তিনি। গত বিধানসভা ভোটে বহরমপুর বিধানসভা হাত ছাড়া হয়েছে কংগ্রেসের। বহরমপুর পৌরসভাও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। বাইরন বিশ্বাসকে সাগরদিঘির উপনির্বাচনে জিতিয়ে এনে কর্মীদের মনোবল ফিরিয়ে এনেছিলেন অধীর। কিন্তু জয়ী বিধায়ক দল বদল করায় হোঁচট খায় কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে এককভাবে ১০টি আসনে জিতলেও সামশেরগঞ্জের জেলাপরিষদ সদস্য আনারুল হক ওরফে বিপ্লব হাত বদলে ফের ঘাসফুল শিবিরে ফিরে যান। পিঠোপিঠি এই দুই ঘটনায় কংগ্রেস কর্মীদের মনোবলে চিড় ধরে। সেই চিড় মেরামত করতে বিজয়া সম্মেলনকেই হাতিয়ার করেছেন জেলা নেতারা। জেলার প্রতিটি ব্লকে ও শহরে এই সম্মেলন হবে বলে জানান জেলা নেতারা। এদিনের বিজয়া বিজয়া সম্মেলনে  অবশ্য হাল্কা মেজাজেই ছিলেন বহরমপুরের সাংসদ। তৃণমূল অবশ্য কংগ্রেসের জনসংযোগকে কটাক্ষ করতে ছাড়ছে না। তৃণমূলের মুর্শিদাবাদ ইউনিটের সহ সভাপতি সুবোধ দাস বলেন, ২৫ বছর ধরে মানুষকে ধাপ্পা দিয়েছেন অধীর। মানুষ তা বুঝে গিয়েছে। উনি যাই করুন এবার আর জিততে হবে না।