Abu Taher Khan: সেলিমকে হারিয়ে তাহেরের টার্গেটে সিপিএম কংগ্রেস

Published By: Imagine Desk | Published On:

Abu Taher Khan বহরমপুরে সংবর্ধনা সভা থেকে বিজেপির পাশাপাশি সিপিএম, কংগ্রেসকেও নিশানা করলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূল জেলা কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় মুর্শিদাবাদের ৩ সাংসদকে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান Khalilur Rahaman , বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের Yusuf Pathan সঙ্গেই সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকেও।

Abu Taher Khan আরও পড়ুনঃ  Murshidabad Oath পাঠানের শপথে “জয় গুজরাট”ও, বাংলাতেই থাকলেন তাহের, খলিলুর

Abu Taher Khan ২৪’এর ভোটে আবু তাহেরের বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন  দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । কংগ্রেস সমর্থিত সেলিমকে প্রায় দেড় লক্ষ ভোটে হারিয়ে জেতেন আবু তাহের খান। এদিন সংবর্ধনা সভায় একুশে জুলাইয়ের কথা বলতে গিয়ে সিপিএমকে নিশানা করলেন আবু তাহের খান। সিপিএম, কংগ্রেসের জোট নিয়ে নিশানা করেন কংগ্রেসকেও । এদিন আবু তাহের খান বলেন, ব্রিটিশ শাসকের থেকেও অত্যাচারী ছিল সিপিএম। সিপিএমকে  তাহেরর দাবি, সিপিএমের সঙ্গে জোট করেই শেষ হয়েছে কংগ্রেসও ।  এদিন সংবর্ধনা থেকে তৃণমূলকে শক্তিশালী করার কথা শোনা গিয়েছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের গলায়।