নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ শেষতক বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে শাওনী সিংহরায়কে সরিয়ে দিল রাজ্য। নতুন জেলা সভাপতি হলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিড। একই সঙ্গে চেয়ারম্যান পদের ও বদল হয়েছে ওই জেলায় তৃণমূলের সংগঠনে। অসুস্থ আবু তাহের খানকে সরিয়ে চেয়ারম্যান করা হয়েছে রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে। জঙ্গিপুর সাংগঠনিক জেলাতেও সংগঠনে রদ বদল হয়েছে। তবে ওই জেলায় খলিলুর রহমানকে সভাপতি পদে রেখেই চেয়ারম্যান করা হয়েছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে। অব্যহতি দেওয়া হয়েছে চেয়ারম্যান পদে থাকা নবগ্রামের কানাই মন্ডলকে। দলের রাজ্য সম্পাদক হলেন শাওনী ও কানাই।
লোকসভা ভোটের আগে ডেভিড, জাকির, রবিউলে নতুন আস্থা তৃণমূলের
Published By: Madhyabanga News |
Published On: