মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা , কড়া সতর্কতায় আজ নমিনেশন জমা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার প্রথম দুদিন দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। ভরতপুর ২ ব্লক, রানিনগর ১ ব্লক, ডোমকল ব্লকে ঘটছে সংঘর্ষের ঘটনা। কোথাও তৃণমূলে তৃণমূলে গণ্ডগোল। কোথাও আবার তৃণমূল বনাম বাম কংগ্রেস দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সোমবার মনোনয়ন ঘিরে তাই কড়া নির্বাচন কমিশন। রবিবারই নির্বাচন  কমিশনের তরফে সব জেলার জেলা শাসক , পুলিশ সুপারদের  নির্দেশ পাঠানো হয়েছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার কেন্দ্রের অর্থাৎ ব্লক অফিস, এসডিও অফিসের  ১ কিলোমিটার ব্যাসার্ধে  ১৪৪ ধারা জারি করতে হবে । সেই নির্দেশেই  নিষিদ্ধ থাকবে সব রকম  রকম  জমায়েত। বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত লাগু থাকবে ১৪৪ ধারা । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,  মনোনয়ন দিতে যাওয়ার সময়ে প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকেই  মনোনয়ন কেন্দ্রের ভেতরে  যাওয়ার অনুমতি দেওয়া হবে।

সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার ব্লকে ব্লকে চোখে পড়েছে পুলিশি নিরাপত্তার ছবি। ডোমকল ব্লকের গেটে মোতায়েন রয়েছে পুলিশ। সামসেরগঞ্জ ব্লকে প্রবেশ করার আগে মেটাল ডিটেক্টার দিয়ে করা হচ্ছে পরীক্ষা।