১ টাকায় আর নয়, দাম বাড়ল দেশলাই বাক্সের, ১৪ বছর পর বাড়ল দাম

Published By: Madhyabanga News | Published On:

১৪ বছর পর দাম বাড়ল দেশলাই বাক্সের। এবার ১ টাকায় আর মিলবে না দেশলাই বাক্স। নতুন দাম ২ টাকা। দেশের প্রধান দেশলাই প্রস্তুতকারী সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিয়েছে ।

১ ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে। ২০০৭ সালে শেষ দাম বাড়ে দেশলাই বাক্সের। ৫০ পয়সা থেকে দাম বেড়ে হয় ১ টাকা। এবার ফের বাড়ল দাম।

দেশলাই  প্রস্তুতকারক কোম্পানিগুলির পক্ষ থেকে জানানো হয়েছে,  দেশলাই তৈরি করতে মূলত ১৪ টি কাঁচামাল প্রয়োজন হয়।  এই ১৪ টি সামগ্রীরই  দাম বেড়েছে সাম্প্রতিক কালে ।  রেড ফসফরাস , মোম, দেশলাই  বাক্স তৈরির কাগজ, পটাশিয়াম ক্লোরেট, স্প্লিন্ট থেকে  সালফার সব কিছুরই বেড়েছে দাম।  পুরোনো দামে দেশলাই বাক্স বিক্রি করা সম্ভব হচ্ছে না কোম্পানিগুলির পক্ষ থেকে।