১৮৪ জন শিল্পীর তাক লাগানো কাজ নিয়ে হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  সোমবার মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে বহরমপুরের কারিগরি দপ্তরে শুরু   হল হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী ২০২৩-২৪। এই প্রতিযোগিতায়  জেলা থেকে মোট ১৮৪ জন শিল্পী অংশগ্রহন করেছিলেন। এইরকম প্রতিযোগিতা শিল্পীদের মনে নতুন আশা জাগাবে এবং পাশপাশি নতুন রাস্তা খুলে দেবে বলে দাবী জেলা শিল্পকেন্দ্রর জেনারেল ম্যানেজার আহামেদুলাহ তালিবের।   প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে খুশি শিল্পীরাও। অংশগ্রহন করেছিলেন নবীন থেকে প্রবীণ হস্তশিল্পিরা। সোমবার ছিল প্রতিযোগিতা। এছাড়াও ৬ ও ৭ নভেম্বর দুদিন চলবে এই হস্তশিল্পের প্রদর্শনী। ইতিমধ্যেই এই বছরের প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে । আগের বছর জেলা থেকে মোট ৭টি হস্তশিল্প রাজ্যস্তরে পুরস্কার পেয়েছিল।