১০ ঘন্টার ম্যরাথন আয়কর হানা জাকির হোসেনের বাড়িতে । শুভেন্দুর হুমকির পর জেলায় ইনকাম ট্যাক্স রেড !

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ  শেষ হল ১০ ঘন্টার ম্যারাথন আয়কর হানা। এদিন সকালেই মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেনের অরঙ্গাবাদের বাড়ি ও কারখানায় হানা দেয় ইনকাম ট্যাক্স দপ্তর । ১০ ঘন্টা চলল ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ । বুধবার সকাল ৯ টা নাগাদ বিধায়কের অরঙ্গাবাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে আয়কর দপ্তরের কর্তারা ।
সুতি থানার অরঙ্গাবাদে বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতেও ইনকাম ট্যাক্সের তল্লাশি চালিয়েছে । এই তল্লাশি নিয়ে এলাকায় শুরু হয়েছে কৌতূহল।
সোমবার মুর্শিদাবাদে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করার পাশাপাশি জেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো আসবে বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। বিজেপি নেতার শুভেন্দুর সভার ৪৮ ঘন্টার মধ্যে জেলায় আয়কর হানায় উঠে আসছে রাজনৈতিক সমীকরণের গল্পও।

এদিন বিধায়ক জাকির হোসেন বলেন, “আমি ব্যবসায়ী। আমার এখানে এসেছিলেন অফিসাররা। আমি কোঅপারেট করেছি। আমাদের খাতা কলমে সব ঠিক আছে। আমি মুর্শিদাবাদে সব থেকে শ্রেষ্ঠ ট্যাক্সদাতা”।

তবে আয়কর দপ্তরের আধিকারিকদের আসার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাকির হোসেন। জাকির হোসেন বলেন, ” অফিসার আসতেই পারেন। আসার পদ্ধতি অন্য হওয়া উচিত ছিল। কিন্তু সিআইএসএফ কেন আনবে ? আমাদের এগুলো হ্যারাস (করা) ছাড়া কিছু নেই। আমরা কোঅপারেট করেছি। এভাবে রেড করবে আসা করিনি। আমরা এতে বিচলিত’। ঘটনার সাথে রাজনৈতিক যোগ আছে বলেও সন্দেহ প্রকাশ  করেন জাকির হোসেন। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান অবশ্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার পরই কিছু বলতে পারবেন তিনি।