বাইক আরোহীর মাথায় নেই হেলমেট! কারণ জিজ্ঞেস করলে কেউ বলেন,” এই তো বাজার করে ফিরছি!”, “রোজই পড়ি, আজ পড়তে মনে নেই “,আবার কেউ তো পুলিশ কেই চোখ রাঙানি দেখাচ্ছেন | আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এক বাইকে ৩জন সয়ারি |
হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েছেন রাস্তায় | চিন্তা নেই প্রাণহানির | রাজ্য সরকার ইতিমধ্যে safe drive /save life নিয়ে প্রচার করছে , যেখানে বার বলা হয়েছে মাথায় হেলমেট পড়তে, নিয়ন্ত্রিত গতিবেগে গাড়ি চালাতে |
দিন দিন এক্সিডেন্ট এর সংখ্যাও বাড়ছে | বেশির ভাগ হেলমেট না থাকা এবং অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানোর জন্যই ঘটছে দুর্ঘটনা | এবার সরকারি নির্দেশে শুরু হয়েছে “no helmet no petrol ” নির্দেশও | সকাল থেকেই বহরমপুর শহরের বিভিন্ন পেট্রল পাম্পে দেখা গেছে যাঁরা বিনা হেলমেটে তেল নিতে গেছেন তাঁদের ঘুরে যেতে হয়েছে |
শুধু মাত্র তেল না নিয়ে ঘুরে যেতে হয়েছে এমন না | শহরের বিভিন্ন প্রান্তে আজ বসেছে পুলিশের চেকিং পোস্ট | যারা without helmet ও triple journey করছিলেন তাঁদের বেশির ভাগ কে চালান ধরানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে, আবার কিছু গাড়িও আটক করা হয়েছে | সাথে যে সকল যাত্রী মাস্ক পড়েননি তাঁদের সচেতন হওয়ার জন্যও অনেকসময় গাড়ি আটকানো হচ্ছিলো | এই একই দৃশ্য কিন্তু তেল পাম্পেও দেখা গেছে |