এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সারগাছিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২ চালক

Published on: March 3, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শুক্রবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। শুক্রবার সকালে সারাগাছি মোড় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল ৬টা নাগাদ সারগাছি মোড় এলাকায় একটি ইট বোঝাই ট্রাক্টর দাঁড়িয়েছিল। ট্রাক্টর ড্রাইভার চা খেয়ে গাড়িতে ওঠার সময় তাঁকে পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। লরির ধাক্কায় ট্রাক্টরটি বেসামাল অবস্থায় গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি দোকানে। দুর্ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টর ড্রাইভার নিয়াকত সেখের। আশঙ্কাজনক অবস্থায় লরি চালক হাবিবুর রহমান সর্দার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। মৃত ট্রাক্টর ড্রাইভার নিয়াকত সেখ বেলডাঙার সুজাপুরের বাসিন্দা এবং লরি চালক হাবিবুর রহমান সর্দার উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় বাসিন্দা মহম্মদ ফিরোজ সেখ জানিয়েছেন, বেপরোয়া গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটছে। সকালে এই এলাকায় কোন ট্রাফিক থাকে না। তাই এই ঘটনায় পুলিশ প্রশাসন ও ট্রাফিক ব্যবস্থাকে আরও সচেতন হবার দাবি জানিয়েছেন তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now