সাগরদিঘিতে শুভেন্দুকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের । প্রচারে উত্তেজনা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  সাগরদিঘি উপনির্বাচনের প্রচারের  শেষ দফায় পারদ চড়ল সাগরদিঘিতে। শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় গো ব্যাক স্লোগান তৃনমূল কর্মীদের। এদিন সাগরদিঘিতে ভোট প্রচার সারেন শুভেন্দু। প্রচার শেষে বালিয়া অঞ্চলের রাস্তায় যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়।  রাস্তায় পাশেই ঝান্ডা হাতে দাঁড়িয়ে ছিলেন তৃনমূল কর্মীরা। জটলার পাশ দিয়ে শুভেন্দুর গাড়ি যাওয়ার সময় দেওয়া হয় গো ব্যাক স্লোগান। পূর্ব বর্ধমান যুব সভাপতি রাজবিহারী  হালদারের দাবি, “ এলাকার সাধারণ মানুষ ওনাকে দেখে ধিক্কার জানাচ্ছে। সিটে হারবে বিজেপি। সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন এটা”।

শুক্রবার দিনভর সাগরদিঘির মনিগ্রাম অঞ্চলে বিজেপি প্রার্থী দিলিপ সাহা ও দলীয় নেতৃত্বকে নিয়ে প্রচারে সামিল হলেন বিরোধী দলনেতা। এদিন মনিগ্রাম অঞ্চলের করায়ইয়া, ঠাকুরপাড়া, খেরুর, ভূমিহার সহ বিভিন্ন এলাকায় প্রচা করেন তিনি। কখন পায়ে হেঁটে কখন বা গাড়িতে করে প্রচার করতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি প্রচারে অংশ নেন বিজেপির সাংগঠনিক উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ বিজেপি নেতা কর্মীরা।

(বিস্তারিত আসছে)