সাগরদিঘিতে ভোট, বদলে গেল মাধ্যমিকের ডেট

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ মুর্শিদাবাদের  সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে ২৭ শে ফেব্রুয়ারী হবে উপনির্বাচন । সেই দিন ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। তবে পর্ষদের পক্ষে জানানো হয়েছে, নির্বাচনের জন্য ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। ২৭ ফেব্রুয়ারির বদলে পরীক্ষা হবে ১ মার্চ।

গত ২৯শে ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ,  সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা। পরপর তিনবার তিনি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন । নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে,  ২৭ ফেব্রুয়ারি হবে সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহন।  মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। ২ মার্চ হবে ভোট  গণনা। তবে বাকি  পরীক্ষার স্থান এবং কাল অপরিবর্তিত থাকবে ।