সব রঙ ভালো নয়, কেমিকালে বিপদ; রাসায়নিক রঙ থেকে দূরেই থাকুন

Published By: Madhyabanga News | Published On:

উৎসব রঙের। সকাল থেকেই রাস্তায় কচি কাঁচারা। দল বেধে পাল্লা দিয়েছে বড়রাও। কিন্তু বসন্তের উৎসবে সাবধান। রঙে থাকা কেমিকাল কিন্তু আপনার ত্বকের জন্য ভয়ংকর। তাই হোলিতে রাসায়নিক রঙ থেকে দূরেই থাকুন  ত্বকের অভ্যন্তরীণ পৃষ্ঠে পৌঁছে চরম  ক্ষতি করতে পারে রাসায়নিক রঙ। ত্বকের দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিতে পারে। ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ত্বকে জ্বালা করতে পারে, ফুসকুড়ি দেখা দিতে পারে ত্বকে।

সেজন্যই রাসায়নিক রঙের পরিবর্তে ভেষজ আবির ব্যবহার করুন। রঙ খেলার আগে ত্বকে ভালো করে ময়েসচরাইজার লাগিয়ে নিতে পারেন। চুলে রঙ লাগাবেন না। চুলে আগে থেকেই নারকেলের তেল মেখে নিতে পারেন। এতে রঙ চুলের ক্ষতি করতে পারে না।

রঙ খেলুন চোখ বাঁচিয়ে। চোখে রঙ গেলে পরিণতি বিপজ্জনক হতে পারে। চলে যেতে পারে দৃষ্টিশক্তিও।