লাঠি খেলা প্রতিযোগিতা ঘিরে উচ্ছ্বাস ভগবানগোলায়

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News : সরকারি শিল্পীভাতা প্রাপ্ত লাঠি খেলোয়াড়দের নিয়ে লাঠি খেলা প্রতিযোগিতা ভগবানগোলায়। বিধায়ক ইদ্রিশ আলির উদ্যোগে এই সব সরকারি ভাতাপ্রাপ্ত শিল্পীদের উৎসাহিত করতে শনিবার ভগবানগোলার বাঁধপুল এলাকায় এই খেলায় অংশ গ্রহণ করে ৮টি দল। এদিন খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, ভগবানগোলার বিডিও পুলক কান্তি মজুমদার সহ বিশিষ্ট জনেরা। এই সব শিল্পীরা যাতে আগামী দিনে আরও ভাতা পায় তা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান বিধায়ক ইদ্রিশ আলি । এদিন অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে লাঠি খেলায় অংশ নেন দুই বিধায়ক। প্রতিযোগীতার শেষে ফলাফল বিচারে প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে শ্যামপুর নতুন পাড়া , লক্ষী নারায়ন সাধনা ক্লাব ও লালগোলা বরমন্তপুর । প্রাচীন এই খেলাকে বাঁচিয়ে রাখতে ও উৎসাহিত করতেই এই প্রতিযোগিতা বলে জানান বিডিও । এদিন লাঠি খেলা দেখতে বহু মানুষ ভিড় জমান ময়দানে।