রোগীর পরিবারের তেষ্টা মেটাবে পানীয় জলের কল

Published By: Madhyabanga News | Published On:

রোগী পরিষেবা ও রোগীর পরিবারের সুবিধার কথা মাথায় রেখে নতুন চমক কান্দি পুরসভার তরফে। বুধবার কান্দি মহকুমা হাস্পাতাল চত্বরে পানীয় জলের ট্যাঙ্ক সাথে জলের কলের উদ্বোধন করলেন কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস, উপস্থিত ছিলেন তৃনমূল নেতা গৌতম রায়, কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্যরা।

দূর দুরান্ত থেকে প্রতিদিন বহু মানুষের সমাগম হয় কান্দি মহকুমা হাসপাতালে। কিন্তু হসাপাতাল চত্বরে কোন পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাইরে থেকে জল এনেই তেষ্টা মেটাতে হত রোগীর পরিবারদের। পানীয় জলের কলের সুচনবা হওয়ায় সেই সমস্যার হাত থেকে এবার রেহাই মিলল। খুশি রোগীর পরিবার পরিজন।

শুধু উদ্বোধন নয়, রক্ষণাবেক্ষণের বিষয়য়ে হাস্পাতাল এবং পুরসভা এক সাথে কাজ করলে, সঠিক পরিষেবা পাবেন সাধারন মানুষ, জানান এস ডি ও।

নতুন বছরের শুরুতেই নতুন প্রকল্পের সূচনা। আগামী দিনে কান্দি বাসীর জন্য আরও নতুন চমক থাকবে, জানান কান্দির বিধায়ক অপূর্ব সরকার।