এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

যৌনকর্মীর সন্তানদের সমাজের মূল স্রোতে ফেরাতে প্রশিক্ষণমূলক কর্মশালা

Published on: June 29, 2022

মামিনুল ইসলাম: হরিহরপাড়া ২৯ শে জুন – কথায় বলে ‘শিক্ষার কোন সীমা থাকে না’। আর এই প্রবাদ কে মূলমন্ত্র করে সামাজিক দিক দিয়ে অবহেলিত তথা পিছিয়ে থাকা যৌন কর্মীর সন্তানদের মূলস্রোতে ফিরিয়ে আনতে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো বুধবার। সেইমতো ঐদিন কলকাতার যৌনকর্মী দের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির শাখা আমরা পদাতিক এর পক্ষ থেকে জনা 15 যৌনকর্মীদের সন্তান হরিহরপাড়া এলাকায় হাজির হন। মূলত সেখানে সিনির মাধ্যমে ও ব্লক প্রশাসনের সহযোগিতায় হাতে-কলমে সামাজিক উৎকর্ষ বৃদ্ধিতে নানান ধরনের প্রশিক্ষণ যথা বাল্যবিবাহ রোধ, নারী শিক্ষায় জোর, শিশুশ্রম বন্ধ, প্রথাগত শিক্ষা সহ নানান ধরনের বৃত্তিমূলক কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় যৌন কর্মীর সন্তান-সন্ততিরা সমস্ত ধরনের জনতা কাটিয়ে অংশগ্রহণ করেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভা কক্ষে। এমন আয়োজনে রীতিমতো যৌনকর্মী সন্তানরা যে যথেষ্টভাবে ভবিষ্যতে উপকৃত হবেন বলে দাবি করেন উদ্যোক্তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now