মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের স্বাস্থ্যের হাল হাকিকত খতিয়ে দেখতে জেলায় এল বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল। বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজির Nirlam Maji নেতৃত্বে বিধায়ক প্রতিনিধি দল তিন দিনের মুর্শিদাবাদ জেলা সফরের প্রথম দিনের সফরের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে বহরমপুরে এসে পৌঁছায় ।
সার্কিট হাউসে জেলা শাসক রাজর্ষি মিত্র , জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ অমিত দান, মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাঃ একে বেরা, আইএম এর বহরমপুর শাখার সম্পাদক ডাঃ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য চিকিৎসক ও আধিকারিকেরদের নিয়ে বৈঠক করেন। এরপর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগীর পরিজনদের সাথে। আগামী কাল তাঁরা লালবাগ ও লালগোলার কৃষ্ণপুর গ্রামীন হাসপাতাল পরিদর্শন করবেন।