এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভোটের আগে উত্তপ্ত ধূলিয়ান, মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ! অভিযোগ কংগ্রেসের দিকে

Published on: February 26, 2022

পৌরসভার ভোটের আগে অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত ধূলিয়ান।  তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুক্রবার রাত্রে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এবার ভোটে তৃণমূলের  প্রার্থী হয়েছেন মেহবুব আলমের স্ত্রী।   শুক্রবার গভীর রাতে ১৬ নং ওয়ার্ডে বোমাবাজির  অভিযোগ উঠেছে ।

মেহেবুব আলমের অভিযোগ,  শুক্রবার রাতে মোটর বাইকে চেপে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। সেই সময়   লক্ষ্য করে পরপর দুটো বোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনার জেরে মেহেবুবকে প্রথমে স্থানীয় অনুপনগর হাসপাতালে  এবং পরবর্তীতে ধুলিয়ানের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  করা হয়। এখন বাড়িতেই আছেন তিনি ।
এই ঘটনায় তৃণমূল, কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ  অস্বীকার করেছে কংগ্রেস । কংগ্রেসের অভিযোগ, ধূলিয়ানের বিভিন্ন স্থানে   কংগ্রেসের পতাকা ছিঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now